বাঁজা মেঘ নয়
অরুণ কারফা

কী চায় সে ভালবেসে এই কথাটা বলতে এসে
কী চায় দিতে , রেখে যায় মিতে তার ফর্দ।

সে যে একটা মেঘের মত, জানলেও আমি
তার মনের বর্ণনা আমার মনে হয় না একটুও  অতিরঞ্জিত !

না না, বলছি না তার মন দেখতে কেমন...
বলছি না তার চুলের বাহার, মেঘের মতন কৃষ্ণকালো , নাকি জলদ গম্ভীর কণ্ঠ জোরালো..
বরং বলছি,
করলেও ডান হাত তার
উদার চিত্তে দান অনিবার,
বাম হস্ত পারে না জানতে এমনই সে সিদ্ধহস্ত ।

মেঘের সাথে গঠন তত্ত্বে থাকলেও মিল সের'ম অর্থে
এটাই হচ্ছে প্রধান তফাত তার সঙ্গে মেঘের আবার
যখন কিনা, বিনা মেঘেও হয় বজ্রপাত...
অতিবৃষ্টিতে করে বন্যায় কুপোকাত ...
তেমনই আবার,  দেখিয়েও ঝুড়ি ঝুড়ি আশা
ভুরি ভুরি ধোঁকা, দেয় বাঁজা মেঘ অকস্মাৎ।