নদী যাযাবর
অরুণ কারফা
সন্দেহ নেই,
হতে পারলে নদীর মত অধীর যাযাবর
অবশ্যই,
সাগর কিংবা মহাসাগর হত অন্তিম কবর।
আর, স্মৃতি সৌধ হত মেঘেদের মত ধবধবে সাদা আঁচল,
যার থেকে ছেঁকে পড়লে জল
ঝর্ণা হয়ে পাহাড় বেয়ে যেই না সে নেমে এসে দেখতে পেত সমতল
তুলত তটিনীর কলরোল।
অথচ, এই চক্রের মাঝে তাকে নিয়ে অধুনা সমাজে হত কত রাজনীতি
তছনছ করে সাম্প্রদায়িক প্রীতি
কতজন করে কত ঘোলা জল
মাছ ধরতেও হত সফল
আর, যারা থেকেও শেষে কিছু না পেয়ে বসে বসে হত হতবল
তাদের মধ্যে কেউ না কেউ, নদীর ত্যাগের মর্ম বুঝে
প্রকৃত পথ বার করে খুঁজে
শপথ নিয়ে পরিবর্তনের, সময় থাকতে করত মত বদল।