রাতের রামধনু
অরুণ কারফা
ক্লান্ত হই তখন ভীষণ
স্বপ্নে দেখলে বুজে নয়ন,,,
সুখময় দৃশ্যে
রয়েছে বিশ্বে
পরের দুখেও সুখী ক'জন।
সারাদিনে যা চোখে পড়ে, তাদের মেলে খুলে ধরে
দেখলে তারা অবাক করে,
বাস্তবের সাথে পরাবাস্তবের
কোনো ভাবেই কোনো মিল নাই,
তাই, সাবধানী হয়েও যখন তখন
অজ্ঞানীর মতন হোঁচট খাই।
প্রেমের মালা গেঁথেও যুগলে
সক্ষম হলেও পড়াতে আড়ালে
জাত ধর্মের ধুয়ো তুলে
জনসমক্ষে পালিয়ে বেড়াই ।
কেউ হয়ত ভাববে আমাদের
তারুণ্যের জোর নাই,
আসলে দরকার খুঁটির জোর,,,,,
অবস্থা যে করুণ কত
বিবেক হয়েছে কবে মৃত
কাউকে সে কথা,
কী ভাবে বোঝাই।
তাই মনে হয়,
ভর জ্যোছনে রামধনুর রঙ
দেখতে নয়নে
তাকিয়ে থাকি শূন্যের বুকে
বাস্তব জীবনে,
আর ভাবি আছি সুখে,
ভঙ্গ দিয়ে কঠোর রণে
স্বস্তি খুঁজে অলীক মুলুকে।