নিশাচরী প্রেমালাপ
অরুণ কারফা

ঠিক করেছিলাম,
যত ফুল আছে সব এক সাথে
না তুলেও দেব উপহারে হাতে।

যেমন ভাবা তেমন কাজ;
           কাশফুল যেখানে করছে বিরাজ,
           ডেকেছিলাম তাকে সে নদীর বাঁকে,
           নিভৃতে নিশিথে মাধবী রাতে
ফুলে ফুলে তার ভরে দিয়ে হিয়ে দেখতে তাকে কণের সাজে,
যখন সে পাবে না একেবারে লাজ।

ভাগ্যিস আসেনি সে ডাক শুনে
          ঠিকুজি কুষ্ঠি দেখে হাত গুনে,
         কারণ, চাঁদের দোসর
জ্যোৎস্নাও নিশাচর,
সে যাওয়া আসা করে সেই ঘাটে।

তবু,
ভোরের দিকে ঘাসের বুকে
যেই দেখি না শিশির ঝুঁকে
করছে কারুর সাথে আলাপ,
       বুঝতে বাকি রইলো না আর
ফাঁকি দিয়ে চোখকে আমার
       এগিয়েছে সে প্রেমে ক' ধাপ।