সাধারণ কথা
অরুণ কারফা

যেমনটা হয় সাধারণতঃ
যুক্তির 'পর করে নির্ভর, ধৈর্য না ধরে লড়াই করে ,
বিপদে পড়ে মানত রেখে মানুষ নেয় মহাব্রত;
সেই রকমই, বিপাকে পড়ে তাকে ধরে
ভালবাসার ভান করে
এগোতে চেয়ে জীবন যুদ্ধে বাঁশ ঝাড়ে নিকুঞ্জ গড়ে
নদীর তীরে
পারিনি শেষতক থাকতে বেঁচে একে অপরকে আঁকড়ে ধরে
                                           শনশন করে উঠলে জোরে তাণ্ডব রচে প্রকাণ্ড ঝড়।

এখন ভাবি, ভালবাসায় গাঁথা বাসায় পোক্ত হয় না
ছাদের চাল;
সময় যখন হয় বিরূপ তখন উদাহরণ  স্বরূপ
কান্ডারিকে সাহস ভরে তুলে নিতে হয় হাল
নৈ'লে,  বাঁশ বনে ঝাড়ের আড়ে লুকিয়ে থাকলে অন্ধকারে সংসারের চাল
অনতিবিলম্বে হয় বেহাল।