প্রত্যাখ্যানে প্রতিক্রিয়া
অরুণ কারফা
06.05.23

                            কপালে খোদাই করে মহেঞ্জোদরো হরোপ্পার
লিপি,
               যদি চলে যেতে তুমি, বুঝতে পারতাম তবে হয়ত
                আদিম প্রেম কত দামী ;
আর তাই, সৌজন্যে  তার
      না করে হাহাকার,,,,
চেষ্টা করতাম প্রাণপণে..
         .. থাকতে নিরুত্তাপই।

কপালে এঁকে বাঁকা চাঁদ খড়্গের মত
গেলে চলে বুঝতে পারতাম
                 পেতেছিলে ফাঁদ,
দিতে প্রেমে প্রতারনার ক্ষত,
আর,
মহাকাশে গিয়েও হয়ত
কড়ায় গণ্ডায় প্রতি নিয়ত
          যার জন্যে সেই সমানে দিতাম চরম দাম,
তাই, কপালকে ধন্যবাদ জানিয়ে
আশাহত না হয়ে
        আবার গুছিয়ে প্রেম করতাম।

কিন্তু, তা না করে একগোছা ফুল দিয়ে
বললে যেই ইনিয়ে বিনিয়ে ;
অধম নাকি এত গুণী
তার জন্য উচ্চ শ্রেণীর
            দেখে সোহাগিনী নিজের থেকে
              উৎসাহ নিয়ে দিয়ে দেবে বিয়ে,
বুঝলাম না কী প্রতিক্রিয়া জানাবে তার বিনিময়ে
--এই হতোদ্যোম প্রেমী।

"নয়নের মাঝখানে নিয়েও তুমি ঠাঁই
নয়নের মধ্যমণি, কেন বোঝো নাই"।