দুঃস্বপ্নের গণতন্ত্র
অরুণ কারফা
সেদিন রাতে ঘুমের মাঝে ছবিটা পেলাম শেষে খুঁজে;
কার আঁকা কেমন করে উঠেছে এসে
মনের ঘরে
আর, কী আছে তলদেশে অলক্ষ্যে
অযত্নে পড়ে
সাত পাঁচ চেষ্টা করেও পারলাম না উঠতে বুঝে।
তবে একটা বিষয় যাচ্ছিল বেশ
উপলব্ধি করা অনায়াসে ;
ফলে ফুলে চারিদিকে থাকলেও ভরে থিকথিকে বনের কোণে, হীরে মণি সযতনে,
সিংহ রাজ আসীন থাকায় সেইখানে সিংহাসনে
কেবল তা অনুভবে পাচ্ছিল বনবাসী সবে
দেখতে তাদের দুঃস্বপনে।