নববর্ষের বাণী
অরুণ কারফা
০১.০১.১৪৩০
আর ক'দিন পরে বিস্মৃতির ঘরে
হারিয়ে যাবে সেই চিরকুট- - - - -
খুঁজলেও আর পাব না খুঁজে,
.... প্রতিশ্রুতির বইলেও ফোয়ারা
প্রতি বছর হয় এমন ধারা ....
সবাই থাকি চক্ষু বুজে।
বিদেশী ভাষার আধিপত্যে চলেছে যা শেষ হতে
সেই মায়ের "কথা'' ভুলে,
মশাল জ্বেলে আলোড়ন তুলে
আপামরকে উদ্বুদ্ধ করা
হয় না তাই একছত্র তলে ।
আর, কী ছিল সেই চিরকুটে???
ছিল কি কোনো
দৃষ্টান্ত মূলক উন্নতির সূচক
অথবা অন্তে অতি রোমাঞ্চক
বৈষয়িক ফলপ্রাপ্তির আশা ...
যা পেতে সাহায্য করত
মাতৃভাষা।
একটু একটু করে এতক্ষণে পড়ছে মনে
ঠিক কী ছিল সেই মুদ্রনে ...
মোটা মোটা করে গোটা অক্ষরে
'শুভ নববর্ষ' ই থাকলেও লেখা
ছিল না মানসপটে আ়ঁকা এমন কোনো উজ্জ্বল ছবি
যা দিয়ে দিকে দিকে
পারতাম বোঝাতে সবাইকে
নতুনের আগমন ঘটাতে
জঞ্জাল হঠাতে হত সবই,
।। ।।যাতে নব বর্ষের অভিনন্দন জানিয়ে
গর্ব করা আমাদের সাজে।।। ।।