বনমল্লিকা
অরুণ কারফা


খুঁজিনি তাকে আপামর জনের মাঝে
পাঁচটা মেয়ের  চুলের ভাঁজে,
খুঁজতে চেয়েছিলাম সাজানো খোঁপার
অগাধ অপার
কারুকার্যের খাঁজে।

খুঁজেওছিলাম পাট পাট করে গুছিয়ে পরা আলতো হাওয়ায় আঁচল ওড়া
শাড়ির মাঝে,
যার সৌন্দর্য সূর্যের বীর্যকে ছাপিয়ে গিয়ে
ফেলেছিল কৃষ্ণচূড়াকে লাজে ।

চালিয়ে গেছিলাম একটানা খোঁজ
নামী প্রস্তুতকারীর
দামী প্রসাধনীর পরতে পরতে,
যদি পারা যেত সেখান থেকেও
কোনো রকমে তাকে উদ্ধার করতে।

বিফলতার কারণ আর কিছুই নয়, ভুল করেই ভেবেছিলাম বোধহয়
আচারে ব্যবহারে সে হবে আভিজাত্যময়;
যদিও সে ছিল ঝোপে জন্মানো
              আগাছা বলে অহরহ গণ্য
বনমল্লিকার মত সারল্যে ভরা,
          সে দিকটায় নজর না দেওয়ায়
সামান্যতম কদর না পাওয়ায়
              উপেক্ষিত হয়েছিল আগাগোড়া।