অবহেলিত জন
অরুণ কারফা

পূর্ব দিকে সূর্য তোরণ
ভোর হতেই ছড়ায় কিরণ
না থাকলেও তার প্রত্যেকের  প্রয়োজন
       তাই তো কোথাও সেই সম্ভার
       উপচে ফেলে ধনীর ভাণ্ডার
                
                     কেউ কি নেই যে নিশ্ছিদ্র রাতে হলেও বা খণ্ডিত ধাতে
                   আলেয়ার মত জ্বলে উঠে
সিঞ্চিত করবে জলার  বাহার।