আজকের মনসামঙ্গল
অরুণ কারফা
16.05.23
আরে ঐ যে ঐ আহামরি চাঁদ,
বর্ণশ্রেষ্ঠ ভাবায় যার
অমায় মেশে ধুলায় অহংকার,
তার সম্বন্ধে কথা বার্তা
নতুন করে, কী আছে বলার।
তাই লক্ষ লক্ষ দক্ষ প্রেমিকা
যারা মনে করে প্রতিভূ তার,
পায় না যখন প্রেমিকের মন
চেষ্টা করে স্মরণ করার
কী অবস্থা হয়েছিল বেহুলার।
আর, লখিন্দর!
ঘুমিয়ে থেকেও যে, ভাবে, ভক্তি পূজন তেমনই পাবে
এবার তার জানা প্রয়োজন;
সঙ্ঘবদ্ধ হয়ে সবে
বাঁচার জন্য লড়তে হবে,
অনেক বেশি দেখাচ্ছে পেশী
অমানবিক রাষ্ট্র যখন।