নৌকা পেয়ে বরে
অরুণ কারফা
খুব বেশি নয়, একটা নৌকা চেয়ে ছিলাম বরে
যাতে বিশ্ব ভ্রমন করতে তেমন প্রচুর খরচ না পড়ে।
আর, সংস্কৃতির করলে আদান
বাড়লে প্রগতির জ্ঞান
বৃহৎ অর্থে মানুষ গড়তে তা সহায়ক হতে পারে
থামতে থামতে প্রতিটা বন্দরে।
একটা নৌকা পেয়ে বরে
কুঁয়োর ব্যাঙের মত করে
নিজের ঘরের চারিধারে
ঘুরে এসে স্বস্তি পেলাম শ্রেষ্ঠত্ব জাহির করে।