ইচ্ছে
অরুণ কারফা
ইচ্ছে হয়
শিলা বৃষ্টি হয়ে জন্ম নিয়ে
গনগনে রোদের রশ্মি বেয়ে
চৌচির হওয়া চাষীর মাথায় টুপটাপ করে পড়ি শিমুল তুলোর মতন ঝরে
যাতে, ক্ষেতের মাঝে সে তার কাজে নির্বিঘ্নে কাটাতে পারে
ঘণ্টার পর ঘণ্টা ধরে
মহাজনের দাদন ভুলে, দু হাত দিয়ে লাঙ্গল তুলে ।
খুব ইচ্ছে হয়
রোদ্দুর হব বেশ ঝলমলে
যাতে সুগন্ধ পাই ধান পাকলে
আর , শীতের সময় তির তির করে কাঁপতে থাকা
ধানের শীষের মাথায় টোকা
দিয়ে উড়ে যাওয়ার সময় হিমেল হাওয়াও
পায় বরাভয়।
এত সব ইচ্ছের মাঝে
যে কাজ করা যায় সহজে,,,
তাদের নিয়ে জড়ো করে লড়াকু এক বাহিনী গড়ে শোষণ মুক্ত সমাজ গড়া
তাতে নেই কারুর কোনো আগ্রহ
এ যেন বেঁচে থেকেও মড়া।