সত্ত্বাহীন প্রেম
অরুণ কারফা
প্রীতিভাজনেষু,
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই যে
পূর্ণিমায় তমার মাঝে আর, জ্যোৎস্নার চ্ছ্বটার সাজে
এক হয়ে যায় সব রঙের ফুল,
তাই বোধহয় সেদিন তোমায়
চিনতে আমার হয়েছিল ভুল।
তোমার হয়নি সে'রম কিছু, কারণ
কালো ভোমরার বদলায় না রঙ, উচ্ছ্বাসে বইলেও জ্যোছন প্লাবন।
এখানেই করছি চিঠির শেষ,,,,
কারণ, এর বেশি লিখলে পড়ে,আকণ্ঠ বিদ্ধেষে ভরে
তুমিও হয়ত লিখবে এমন বাক্য যাতে থাকবে নাকো প্রীতি ভালবাসার রেশ
থাকবে প্রতিবাদের শ্লেষ।
আর, যেহেতু অহেতুক বর্ণ বিদ্বেষী সবাই আমায় ভাববে তাই
একটা কথা অনিচ্ছা সত্ত্বেও জানাই
আমি বলছিলাম তোমার চর্মের নয়
মর্মের বর্ণচ্ছ্বটার কথা,
যার অবর্তমানে চাঁদও সমানে ব্যথাতুর মনে
একাধারে জ্যোৎস্নার আকারে বিষন্নতায় ভরা জোয়ারে
ছড়াচ্ছিল সেই বার্তা
ইতি
প্রেমিকাহীন এক সত্ত্বা।