পর্বতারোহণ
অরুণ কারফা
রোমাঞ্চ জাগে দেখলে পাহাড়!
আরো ভালো লাগে
চূড়োয় উঠে
করতে পারলে জাহির ক্ষমতার।
তার পর যেই নীচের দিকে চা'ই
মহত্ব নিজের
করতে যাচাই
ঘৃণা জাগে মনে যার পর নাই
..... অন্তহীন অসীম অপার ।
যেই ভাবি চূড়োয় উঠতে গিয়ে
কতজন মন বিসর্জন দিয়ে
বুকের ধন কতজনের নিয়ে
খাদের কিনারে প্রাসাদ গড়ে
,,,,, তলিয়ে গিয়েছে গভীরে তার,,,,,,
,,,, প্রতিবাদে মুখর হলেও জনতা
এর'ম ঘটনা ঘটছে আকছার।