ঠোঁট কাটা পাখি
অরুণ কারফা

আধো আধো বিশ্বাসে বলেছিল সে...
বোলোনা কাউকে ডেকেও আড়ালে,
বলা যাবে না হয়ত তাহলে অজান্তে কেউ নজর লাগাবে;
আমার কাছে আদুরে গাই
আছে গোয়ালে বাঁধা একটাই
অবর্ণনীয়, অতুলনীয় , এক্কেবারে সাদা ধবধবে।

তাকে নিয়ে কেটে গেলেও বেলা
থেকে থেকে আর লোলুপ চোখে, তাকিয়ে দেখে বেড়ালটাও দিলে বাড়িয়ে গলা
ওর সাথেও করি রঙ্গ খেলা।

তবে, একটা কথা না বলায় সে
হয়ত স্বেচ্ছায়, মনে করে,
জানা ছিল না ওদের ঘরে
আরেকটা ছিল সবুজ রঙের রক্তিম ঠোঁটের তোতা পাখি, যে রেখে রেখে সবাইকে চোখে
দেখত শুধু আড়ালে থেকে
অন্যেরা কী করছে চালাকি।

যার জন্যে হলেও হয়ত
শুদ্ধ প্রেমে আমরা ঋদ্ধ
কানে কানে সর্বজনবিদিত হতেই তা হল যত জ্বালা,
পড়তেই হল গলায় মালা, পালাতে পারলাম না কিছুতেই সেই পুরোহিতকে দিয়ে সহজে ফাঁকি।