শুকতারা
অরুণ কারফা
পরের চোখে স্বপন দেখতাম তাই,
হয়ে গেলেও সে বিখ্যাত
রয়ে গেলাম আমি যথারত
এক খসে যাওয়া তারার মত
মৃতবত, অখ্যাত, অজ্ঞাত
যার পরিচিতি নাই।
তারপর, এক শুক্লা পক্ষে পঞ্চমীতে
সাঁঝের বক্ষে আকাশ চুমিতে
ফুটল এক শুকতারা যার
প্রয়োজন ছিল এমন জনার,
অস্তগামী সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে
ভালবেসে ঘর বাঁধবে যে পৃথিবীর বুকে
দীঘল চোখে স্বপ্ন এঁকে
স্নিগ্ধ জ্যোৎস্নার।