একঘেয়েমী
অরুণ কারফা
আকাশ থেকে ছুটি নিয়ে গেছে অজ্ঞাতসারে পড়ুয়া নীল
তাই দোর্দণ্ড প্রতাপ মাষ্টার মশাই,
ডেকে এনেছেন কালাপানি থেকে নতুন একদল উৎসাহী ছাত্র
যাদের দেখতে কেউ কেউ হলেও ধবধবে ফর্সা
কারুর আবার
কৃষ্ণ বরণ কোমল গাত্র।
মাষ্টার মশায়ের অদৃশ্য নির্মম বারির ঘায়ে
ঝরেই চলেছে দখিনা বায়ে
অবিরাম গতিতে কাঁড়ি কাঁড়ি বারির ধারা
যা দেখে জানলা দিয়ে
প্রথম প্রথম মন হলেও আনমন
আর তার পর পাগল পারা
এখন সে চায় তার বিদায়
বসে বসে যে ক্লান্ত কায়া।