পয়সার যাদু
অরুণ কারফা
বসন্তের শেষে কাল বৈশাখী এসে
গাছটাকে যখন প্রচণ্ড ঝড়ে ঝাঁকিয়ে ধরে বাধ্য করে
মাথা ঠেকাতে
একদিন সুশীতল ছায়া পেত যে সেই পতিত অনুর্বর জমির
উই ঢিবিতে
তখন মনে হয় এমনটাই হয়
সমাজ জীবনে অধিকাংশ সময়
লোভ লালসায় রাজনৈতিক চাপে অথবা উচ্চে উঠতে এক লাফে
শিরদাঁড়া বাঁকায় অসংখ্য নায়ক
'চলিতে চলিতে অলিতে গলিতে' ।
এর পর যেই থেমে যায় ঝড়
রঙ্গ শুরু হয় ঠিক তার পর
না ফেলে দু ফোঁটা চোখের জল
কুঠার নিয়ে তাদের দল
মারামারি করে হায়েনার মত
নিজেদের গড়ে ঠিক অবিকল।
শাখা প্রশাখায় মায়া জড়ানো
চড়া রৌদ্রে ছায়া ছড়ানো
সুবিশাল মহীরুহর পেলব শাখার অপূর্ব শ্যামলিমার চেয়ে তাদের কাছে তার রক্ত মাংস কিমার দাম বেশি হয়
কারণ তা বেশি সুস্বাদু
'ভালোবাসার চেয়ে সুখ বেশি দেয়
ভালো বাসা যাদু'।