শ্লীলতাহানি
অরুণ কারফা

ও ছিল তখন আনকোড়া নতুন
                     আগুনে মাখানো ফাগুনের প্রসূন
চিন্তিত ছিলাম, হালকা হাওয়ায় খেললেও দুলে
পারবে কি টিকতে ঝড়ের প্রকোপে;
         ডালপালারাই চাইছে যেখানে
        লুকোতে একের পিছনে অন্যে
সেখানে বরং, ভালো অবস্থায়, ঘাসফুল দোলে ঝোপের কোলে।

তবু, উপেক্ষা করে চোখ রাঙানি কৌতুহলকে দমতে দেয়নি ;
তা সত্ত্বেও কুঁড়ি হতেই বড়
       ফুল হয়ে ভুল
বুঝতে পারল, কীভাবে বিপদ ধেয়ে এলো।

মৌমাছি ভোমর বেঁধে কোমর এলেও ঝাঁকে ঝাঁকে উড়ে
নতমস্তকে করজোড়ে করত বড়জোরে
মধু চুরি সে,
কিন্তু, মনুষ্য জগতে কোনো কসরতে
            নেইকো উপায় বাঁচার সহজে;
              এলেও দু'পায় সে সৎ সেজে
অসৎ সাধুর নেই জুড়ি যে।