প্রেম মরিচীকা
অরুণ কারফা
অমাবশ্যায় চাঁদের মতন দেখতে যেন রাতের রতন
দিন ক্ষণ, না দেখে তিথি
সেদিন এলো একজন অতিথি ,
যাকে দেখে প্রথম দর্শনে হয়েছিল মনে
আগে তো কখনো আসেনি মনে,
আর এমন কী যার জন্যে ছিল না মনে তেমন কোনো পূর্বাগ্রহ কিংবা কোনো পূর্ব প্রস্তুতি।
তাই, গ্রহ তারা নীহারিকা করলেও আকাশ জুড়ে বিচরণ
এমন জন যে চাঁদের মতন দুর্লভ, বিলক্ষণ
তবুও চাইনি ধরতে তাকে, অথবা বাঁধতে সাত পাকে
কারণ, পেতে গেলেই নাগাল তার
সন্দেহ নেই,
মরিচীকার মত হয়ত হত পগারপার।