ভালবাসার রূপান্তর
অরুণ কারফা
ভালবেসেছিলাম বোধহয়, তাকে নয় তার প্রচ্ছায়াকে,
তাই, পারিনি মানিয়ে নিতে
বদলে যাওয়া সময়ের সাথে
তার আচরণের ভিন্নতাকে, চলার পথে বাঁকে বাঁকে ।
হয়ত দেখে সূর্যের মতো কৃষ্ণ চূড়ায় রঙ লাগতে
আর, বসন্তে কোকিলটাকে কুহু কুহু ডাকতে শাখে
ভেবেছিলাম সেই আগের মতো
মিষ্টি মধুর কণ্ঠ প্রিয়ার
মন খুলে সুর তুলবে তার ফুলে ফুলে দুলে আবার
কিন্তু নাহ্, তা না করে রুদ্র নারী ক্রুদ্ধ রূপ ধরে
অসিতে যেন তুলে ঝংকার
কানে কানে বলল এবার
লড়াইয়ের জন্য প্রস্তুতি নাও,
প্রয়োজন এখন , যা আছে সবকিছুই দেবার।