সিক্ত ফুলের আসক্তির উপাখ্যান
অরুণ কারফা
30.03.23
বসন্তের কথা থাকলেও মননে
বসন্ত ছিল ঘুমন্ত মনে.,.,.,.
কিন্তু, সময়ের আগেই বাগানে এসে কোকিল কূজনে ভালবেসে
ভালবাসার গান শুনিয়ে মান ভাঙ্গতে চেষ্টা করবে- খানখান-
এমনটা জানা ছিল না শ্রাবণে।
তাই, আনকোড়া পাতার সুপ্ত বোঁটায়
পরশ দিলেও আনমনে ফোঁটায়
বর্ষনে সে হল না চনমনে।
কিন্তু, ফুল গুলোর ছিল অনন্য বাসনা তুলতুলে প্রাণে....
আপাদমস্তক বৃষ্টিকে জড়িয়ে
উদ্দাম হাওয়ায় পাপড়ি ঝরিয়ে
মাটিতে পড়েও লুটিয়ে পুটিয়ে
রইলো না কিছুতেই ডানা গুটিয়ে
ছড়িয়ে দিল সিক্ত ফুলের আসক্তির সংবাদ
বনে বনে জনে জনে। ।