স্মারক চিহ্ন
অরুণ কারফা
12.05.23

সেদিন চাদর ঝাড়তে গিয়ে
        ভাঁজের থেকে পড়ল গড়িয়ে
                      মিষ্টি মধুর এক পুকুর
স্মৃতি উস্কানো পুরনো জ্যোছনা,,,
   .... ঝুর ঝুর করে মেঝের 'পরে....।

সে ছিল এক কঠিন সময়,,,,
                     তার সঙ্গে প্রথম দেখায়, ভাব করতে গিয়ে ইশারায়
   পেয়েছিলাম  সঙ্কোচ ও ভয়;
সেইটা যখন কাটিয়ে দিতে
মেঘের মাঝে সীতে কেটে
       ফাঁক দিয়ে তার বেরিয়ে চাঁদ দিল ঘুচিয়ে দূরত্ব,
তারই সামান্য কণা কুড়িয়ে
রেখেছিলাম চাদরে লুকিয়ে
                    প্রেমকে দিতে অমরত্ব।