গণমাধ্যম
অরুণ কারফা
বাতাস এত কম বলে আজকাল....
আগে বইত শন শন রবে জনস্বার্থে সগৌরবে
... স্বাধীন ভাবে...
সকাল দুপুর সন্ধ্যা বিকাল,
এখন তার, ফাটলেও বুক ফোটেনা মুখ
শ্বাস রোধ হলেও তাস খোলেনা
.... শাসকের চাপে....
বুঝতে দেয়না দেশের কী হাল।