মে দিবস
অরুণ কারফা

সেদিনংও এর'ম সূর্য উঠেছিল
সকাল হয়েছিল
কাস্তে হাতুড়ি নিয়ে হাতে
কাজে বেরিয়েছিল তারা,
            কিন্তু আর ফেরেনি ঘরে  
            যাতে , নির্বিঘ্নে নিডরে
পাওনা অধিকার ছিনিয়ে সাদরে
করে খেতে পারি আজ আমরা।