বিদ্রোহের কল্পনা
অরুণ কারফা
কানাঘুসোয় যাচ্ছিল শোনা ,
চারদিকে উঠছিল ফিসফিস করে গুঞ্জন :
কিছু খেটে খাওয়া লোকে,
জল দিয়ে জলের বুকে
জলছবি নাকি, এঁকেছে এক ডজন।
ব্যাস , ওদের গোয়েন্দা দফতর নিশ্চিত করতেই খবরটা,
শাসকদল ভাবতে বসল এতো মারাত্মক দর্শন ,
আইন করতে হবে এমন
যাতে কেউ না পায় ছাড়া,
নইলে ষড়যন্ত্র করে উৎখাত করবে
যারা উৎপাত করছে সারাক্ষণ,
সে সব সর্বহারা দুর্জন।
বাকিটা চলে গেল ইতিহাসের কালো অধ্যায়ে,
আইন হল, প্রচার হল, জারি হল পরোয়ানা,
কিন্তু, সুবিচার যে কেউ পেলনা,
এ নিয়ে সন্দেহ, নেই ষোলোআনা।