উদর পূর্তি
অরুণ কারফা
রোদ্দুর আমি এড়িয়ে চলি সচরাচর
যাতে সূর্যের 'পর আমার ছায়া পড়ে না বাড়ায় অন্ধকার
এমনিতেই দৃশ্যতঃ চলছে যখন বিশ্ব জুড়ে কুশিক্ষার প্রচার
রুখতে বিজ্ঞানের সম্প্রসার
তখন নতুন করে বাগড়া দেওয়ার কী দরকার ।
তাই, চলছে এখন শিক্ষায় গ্রহণ,
পৃথিবীর বুকে যখন তখন
তৃতীয় বিশ্বের যত্র তত্র যেখানে সেখানে
আর, গ্রহণের মাঝে
থাকতে হচ্ছে উপোস করে মানুষ জনকে অনাহারে
যাতে, যতক্ষণ না কাটছে লগন বুঝতে না পারে জনগণ
পুরতে হবে দুমুঠো উদরে।