চাঁদের ঘরনি
অরুণ কারফা
যে প্রকৃতি সাত সুরে বাতাস ভরে
তবুও দেয় না ক্ষান্ত...
ব্রহ্মাণ্ডের নিবিড় কোলে কল্পনার ডানা মেলে
ছড়িয়ে দেয়
রামধনুর সাতরঙ আকাশ জুড়ে দিগন্ত থেকে দিগন্ত ,,,,
সেখানে সপ্তাহের সাতটা দিন পাত পেতে
পায়না কেন সবাই খেতে উদর পুরে পর্যাপ্ত ????
নিদেনপক্ষে সাদামাটা খাদ্য,
সাত সাতটা নয় দুমুঠো মাত্র
পরিশ্রম করেই দিবা রাত্র।
নিন্দুকে বলবে হয়ত.....
সেই জন্যই যাচ্ছি আমরা চাঁদের মাটিতে
অন্ন জলের সংস্থান করতে।
যাতে কিনা তা, শুধুই বাঁজা প্রেমের নিদর্শন না হয়ে ,
পৃথিবীটাকে সাতপাকে বেঁধে অগ্নি সাক্ষী করে প্রত্যাশার বাসর গড়ে ভালবেসে নিয়ে এসে
তাসের ঘরে স্বামীর মত সেও পারে
ভরণ পোষণের দায়িত্ব নিতে,
শুধুই না তাচ্ছিল্য সহকারে অবজ্ঞা ভরে পূর্ণিমায় স্নিগ্ধতা মাখানো কামনা জাগানো
জ্যোৎস্না ছুঁড়ে
নরক জুড়ে অবিশ্রান্ত। ।