দুনিয়ার প্রেমিক এক হও
অরুণ কারফা
আমি তোমাকে বেশী ফুল নয়
বেলী ফুলও নয়
উপহারে দেব একটা চারা।
ফুল যদি বা শুকিয়ে যায়,,, কয়েক ঘণ্টায় শুকনো হাওয়ায় ..
....... ঝুর ঝুর করে মাটির 'পরে
লুটিয়ে পড়ে নিকানো দাওয়ায়.....
গাছ কিন্তু দিয়েই যাবে আপন ঋতুর আবির্ভাবে
বিশ্বস্ত ভাবে সারা জীবন
ব্যাকুল ডাকে আকুল সাড়া।
তবে , ফুটলেও ফুল গন্ধ বিলিয়ে
গাঁথলেও মালা তাদের নিয়ে.....
কিছুতেই নয় , কিছুতেই নয়,
পড়িয়ে দেবে না তা ততক্ষণ আমার গলে,,,,,
যতক্ষণ না তাদের জন্য
করতে পারছি যৎসামান্য,
যাদের নির্ভুল ঠিকানায়, নিঃস্বার্থ ফুল নিরন্তর হেলায়
সকাল সন্ধ্যায় সুবাস পাঠায়
....যেখানেই থাক প্রেমিক যুগলে। ।