প্রেম বিনিময়
অরুণ কারফা
23.04.23

ঠিক করেছিলাম;
গাছ চাইলে, তপোবন দেব
          জল চাইলে জলাশয়,
আর কিছু না বললে খুলে
          অকৃপণ ভাবে দেব হৃদয়।

বৃষ্টি চাইলে মেঘ দেব
   ব্যহত করলেও চন্দ্রোদয়,
যদিও জানি না কীভাবে জ্যোৎস্না
ব্যতীত হবে, প্রেম বিনিময়।