প্রেমের জুড়ি
অরুণ কারফা
আকাশ জুড়ে বাহার দেখে ঘুড়ি ওড়ার
গুলিয়ে ফেলে রূপ প্রেমিকার,
লুকিয়ে থাকা মেঘের পরতে রূপের সঙ্গে তুলনা করতে
একাগ্র চিত্তে অলস নেত্রে একাকীত্বে পরত ছাড়াই।
কেউ আসেনি কেউ আসবে না
পূর্ণ করতে এ বাসনা
এ খবর ছিল বেশ জানা তাই,
পতঙ্গের থেকে শিক্ষা নিয়ে প্রেমের অগ্নি পরীক্ষা দিয়ে
উড়ন্ত ঘুড়ির চারিধারে
মানসকণ্যা এঁকে তারে
ঝলসে যাওয়া চক্ষু জুড়াই।