মনের ঝড়
অরুণ কারফা
ঝড় এস'ছিল জানান দিয়ে অশনি সংকেত নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে
মতি গতির সমন্বয় রেখে
তাই বোধহয়, হয়নি ভয় হঠাৎ করে তাকে দেখে।
তবে বলা যায় না, চিন্তা হয়,,,
আবার যদি তুফান আসে হঠাৎ জোরে কড়াৎ করে
ঢেউ তুলে আগল খুলে না জানিয়ে মনের ভুলে
আর তারপর, প্রবেশ করে অন্তরে শিহরণ জোড়ে,
পারব কি তখন রাখতে তাকে অপ্রস্তুত মনের বাঁকে ;
যতন ভরে রতনটাকে
তৃষ্ণার্ত প্রাণের ফাঁকে , মণিকোঠায় নিরন্তরে।
আসলেই মনে হয়, কোনো ঝড় নয় কখনো অপ্রত্যাশিত ;
ধৈর্যচ্যূতি ঘটলে প্রেমে
ভালবাসাই হয়ত থেমে
কিয়ৎ ক্ষণের জন্যে মনে চেষ্টা করে আপ্রাণে করতে তাকে সংঘটিত।