প্রেমের ফাঁদে পড়ে
অরুণ কারফা
10.05.23
প্রথম যখন
প্রেমের কলি ধরে.....
সেটা তখন হোক না হোক আহামরি
প্রাণ মন দিয়ে যত্ন করি,,,,,
যদি অনাদরে ঝরে।
সবক'টা না ফুটলেও পরে.....
যেটা মনে হয়
বর্ণময় ,
তার সঙ্গে সবার পরিচয়
করিয়ে দিতে,
প্রাণ আনচান করে।
আর যেটার না থাকলেও রূপ
গন্ধে তার
বহমান হাওয়ার
সূত্র ধরে,
মৌমাছি আসে ঝাঁকে ঝাঁকে
গুনগুন করে,
বরন করে তুলতে ঘরে
আমরাই সবাই চাই তাকে।