ভালবাসার অস্তাচলে
অরুণ কারফা

মিনতি করছি যদি শোনো....
মনে করো,
মনে করতে তো ক্ষতি নেই কোনো ....
         এই রকম মেঘলা দিনে
         হাঁটতে হাঁটতে তোমা বিনে
বকুল ফুলের গন্ধ এসে      
          জানান দিল হাওয়ায় ভেসে :
অধীর হয়ে ছিলে অপেক্ষায়
         গতকাল পর্যন্ত তুমি সেখানে ;
          তখন, কি হত না মনে,
সব বাধা গুঁড়িয়ে দিয়ে তোমায় পেতে,
একটি বার পারলে যেতে ফিরে অতীতে
মায়াবনে,
কত সহজে পূর্ণ হত পাহাড় প্রমাণ ক্রমাগত জমতে থাকা অধরা বাসনা কিয়ৎক্ষণে
তার উপত্যকায়।

আবার মনে করো,
শরৎ আসছে মনের গোড়ায়
কাশফুল ভরছে কানায় কানায়...
          কমলেও জল নদীর  বুকে,
কথা দিতে পাকাদেখে,
          মনের সুখ মিটিয়ে লিখে
  চিঠি পাঠালাম তোমাকে ডেকে,
নদীর কিনারে বিকাল বেলায় ;
কিন্তু,  কিছু না বলে ঝুপ করে
সন্ধ্যে এল অন্ধকারে
সূর্য যেতেই অস্তাচলে যোগ দিতে লীলা খেলায়। ।