প্রেমের অমাবস্যা
অরুণ কারফা


কথা হয়েছিল দেখা দেবে মনের কোণে জায়গা নেবে
বৈশাখ মাসের পূর্ণিমায়
                                    ঝরা পাতার ঝর্ণা ধারায়;
সাক্ষাৎ হলেও হলনা আলাপ
উড়ে যেতে জ্যোৎস্নার ঢল কাল বৈশাখীর দমকা হাওয়ায় ।

নিস্তব্ধতা ভঙ্গ করে
আবার পেলাম উড়ো চিঠি, এবার আর সে ভুল নয়:
দেখা হবে যমুনা তীরে জোনাকিরা যখন ঘিরে
আলো জ্বালিয়ে দেবে অভয়,
জানিয়ে দিলাম সোজাসুজি মনের সঙ্গে বোঝাবুঝি
না চাইলেও অমাবস্যায় হয়।