ঝোড়ো গতির প্রণয়
অরুণ কারফা
হয়ত কখনো পড়বে মনে ঝড় উঠে প্রথম জীবনে
গোলাপ বাগের মাঝ দিয়ে নয়
অশ্বত্থ গাছের মধ্য দিয়ে বয়
যেমন করে খুশির হাওয়া ,
তেমনই সেই চেনা পবনে কোনো অচেনা কণে এনে
ছড়িয়েছিল যে না পাওয়া গন্ধ অন্ধকারে,
----চামচিকে আর বাদুর নিবাস স্বেচ্ছায় ছেড়ে
যেমন করে খোঁজে সাথী বন বাদারে---
তাকে নিয়ে আজ বলতে পারি
সংসারে এলে এমন নারী
ধন্য কেবল সে'ই শুধু হয় এমনটা বলা সঙ্গত নয়
পরের প্রজন্ম উন্মুখ হয়ে , এমন ঝড়ের অপেক্ষায় রয় ।