সর্বমঙ্গলা
অরুণ কারফা

মনের আকাশে সে যেন ছিল
                কালো এক মেঘ মনের মত
সূর্য হলে নির্দয় বিরূপ
ঢেকে দিয়ে তার রুদ্র রূপ
                       হৃদ্যতার ছায়া বুলিয়ে দিত।

আঁচল নিংরে ঢেলে দিয়ে জল
সরোবরে ফুটিয়ে পাঁকে শতদল
ভ্রমর কুঞ্জে তুলত গুঞ্জন .....
          যদিও সে আজ করেনা সে কাজ
কারণ,  মানবতার বিপর্যয় দেখে
বুঝে গেছে আর রেখে ঢেকে
                  ছড়ালে হবে না প্রেমের বাণী
তুলে নিতে হবে সক্রিয় হাতে
                     আন্দোলনের নেতৃত্ব খানি।