একবাক্যে যৌবনের ডাকে
অরুণ কারফা
মাত্র চোদ্দ বছর বয়সে আমার অজান্তে
বসন্তের এক বিদায়ী প্রান্তে
মনের দ্বারে প্রবেশ করে ছদ্মবেশে হঠাৎ এসে
যখন সে হাত পা মেলে জায়গা করে নিল
এক কোণে,
তখন কি জানতাম.....
সাড়া দিয়ে সেই যৌবনের ডাকে হৃদয় তলে মণিকোঠার ফাঁকে
আরো একজন এসে বসলে আয়েসে
অকস্মাৎ আমায় ভালবেসে।
জেগে ওঠবে প্রাণ ।