ভালবাসার পণ্য
অরুণ কারফা
চেষ্টা করেও চিত্ত থেকে সরাতে পারিনি অপ্সরাকে
তবুও তো, বহির্জগতে খুঁজতে হয় নিরন্তর তাকে,
এর নামই বোধহয় কুহেলিকা,
যদিও আমি বলি তা নয়;
এ হচ্ছে , আমার চোখে জীবন্ত মরীচিকা।
জীবনকে ভোগ করার জন্য প্রয়োজন নয় যার নগন্য।
তাই, হাসিমুখে আধপেটা সুখে
থাকতে হয় বিনা দুখে না পাওয়ার কথা ভুলে থেকে ,
না হয়ে ক্ষুন্ন, না হয়ে বিষন্ন, না করে ভালবাসাকে পণ্য। ।