ফিরে দেখা
অরুণ কারফা
বর্তমানকে ভবিষ্যত মেনে
ফিরে দেখলে পাঁচ দশক পিছনে
মনে পড়ে যায়,
মনে হত তখন...
একদিন না একদিন হবে মন উদার দিগন্তের মতন
নক্ষত্ররাজীর দেখেও পতন
মন যখন হবে না উচাটন।
কারণ, ভাবতাম তখন, সেদিন নেই বেশি দূরে
সংকীর্ণতা দূর করে, শিক্ষার আলো যখন করবে মানুষকে আলোকিত সচেতন।
সে ছিল শুধু,
ছিপ ফেলে বসে সময়ের অপেক্ষায় থেকে
ধৈর্য ধরে মাছ ধরার মতন।
আর, এখন মনে হয়
ঘড়ির কাঁটা ঘুরিয়ে যদি ফিরিয়ে আনা যেত আবার সেই সময়,
মাছ না খেয়েও শাকে ভাতে
সুখে না থেকেও থেকে শান্তিতে,
অভয়ারণ্যে করা যেত বিচরণ ।