নিঃসঙ্গতা
অরুণ কারফা
প্রবল ইচ্ছে হয়
একটা বার পেলে অভয়
কাটিয়ে দেবো নিশুতি রাত
কোমল অন্তঃকরণে তার
একদম একা,
আপন মনে নিরজনে ,
বিরহ সেখানে দিলেও দেখা।
কিন্তু আবার এও মনে হয়
এমনটা বোধহয় সম্ভব নয়,,,,
প্রহর এগোলে উঠবেই চাঁদ
আর, মূহুর্তে তা
হয়ে যাবে সঙ্গ দাতা,
এই ব্যাপারটায় আমি কেন,
কারুর মনেই
নেইকো তেমন দ্বন্দ্ব দ্বিধা।
তখন ভাবলাম অমাবশ্যায়
শশী যেদিন যায় শয্যায়,
মসির ঘনত্ব ভেদ করে
তারার রশ্মি পড়ে না ঝরে,
আর, ঝিঁঝিঁর ডাকে অন্ধকার
সাড়া দিয়ে হলে প্রগাঢ়,
~ জোনাকিরাও যায় ঘরে ফিরে ~
নদীর ধারে ভাঙা পাড়ে
অন্তরে তার প্রবেশ করে
কিছুটা সময় দেব কাটিয়ে একা একা ধর্না দিয়ে ।
কিন্তু তখন,
কে জানত নিঃসঙ্গ রাত
একা পেয়ে আমায় সাক্ষাৎ
সঙ্গ দিতে থাকবে দাঁড়িয়ে।