ঝোড়ো প্রেম
অরুণ কারফা

খুব বেশি না কথা বলে, তার সম্বন্ধে বলতে হলে
প্রথমেই বলতে হয় যে
           কিছুতেই বোঝা যায় না যেমন
           ভেদ করে রহস্যময়ীর মন
ঝড়ের মালা পড়লাম কিনা তুফান উঠলে দিকচক্রবালে,
          তেমনই, না কাটলে মেঘ, না থামলে প্রেমের আবেগ যায় না জানা
কতখানা রইলো পড়ে, তার  প্রভাব হৃদয় তলে ।
একথা যায় তবুও বলা,
ভালবাসার মুন্শীয়ানা ডিঙ্গিয়ে আমার চিন্তা ভাবনা
চিহ্ন রাখে গেলেও চলে।