আলো জ্বালো
অরুণ কারফা
11.05.23
ভেবে চিন্তে, কৃতজ্ঞ চিত্তে
তুলে দিতে পারি, কোন শ্রেণীর হাতে
দেশ শাসনের কঠিন ভার,,,,
ভাবতে ভাবতে মনে হল, তাদেরই কথা আমার
যারা কাজ কোরে
বহুদিন ধোরে
রক্তাক্ত হাত করেছে কালো;
যদিও কোনো বিশেষ শ্রেণীকে বাসতে পারিনি এখনো ভালো।
কারণ, এদের মধ্যেই বেশ কয়েক জন
অল্প সময়ে পেতে বেশি ধন
রাখতে গেল মালিকের মন ;
আর, তা করতে গিয়ে
যত পারল তেল লাগালো।
তবুও এটা ঠিক, সবাই তাদের মত
না হয়ে বাধ্য, না হয়ে নত,
না হয়ে তাঁবেদার ,
ভোঁতা হয়ে যাওয়া কাস্তেটারে হাতুড়ি দিয়ে ঘষে ধার করে
আনতে দেশে মুক্তির আলো সশস্ত্র সংগ্রামের বাণী ছড়ালো,,,
কারণ, তারাই জানত
লড়াইয়ে একবার দিলে ক্ষান্ত
উনুন জ্বলবে না সংসারে আর।