সংগ্রামই জীবন
অরুণ কারফা

সারাক্ষণ, যদি ধনকে করে মন অনুসরণ  
                                       সুখ থাকলেও স্বস্তির অভাবে কারাদণ্ড হয় যাবজ্জীবন;
        তবে, এমতাবস্থায় হলেও নিরুপায়
         প্রকৃত প্রেমিকের সান্নিধ্যে বোধহয়
                 দেরীতে হলেও হয় বোধোদয় ,  
আর , বিবেক তখন পেয়ে আশ্বাসন সংগ্রাম করে যায় প্রাণপণ।