বর্ণময় বর্ণমালা
অরুণ কারফা
ভেবেছিলাম বানাবো একদিন তাদের জন্য
বর্ণময় বিশুদ্ধ বর্ণ
যা দিয়ে বানালে বর্ণমালা,
পড়তে শিখে সবার মুখে উঠলে ফুটে হাসির মালা
লড়তে শিখে দিকে দিকে ছড়িয়ে দেবে রঙ মশলা।
লাগাবে আগুন জ্বালাবে দাবানল
আর তারপর শেষ হয়ে গেলে সব উচ্ছিষ্টের দল
সমান পরিমাণে ভাগ করে নিয়ে খাদ্য সকল
মেটাতে পারবে অভুক্ত তাদের ক্ষিধের জ্বালা।
তবে শুনেছি নাকি,
মানে যা বলে থাকে লোকে ...
সচরাচর দেখি যা আমরা দিনের আলোয় খোলা চোখে
তাই দেখা দেয় রঙীন হয়ে স্বপ্নলোকে।
কিন্তু, যারা পারে উল্টে দিতে সমীকরণ
করতে সেই স্বপ্নের বাস্তবায়ন
নিঃসন্দেহে তারা পথিকৃৎ,
তাদের জন্যে কৃতজ্ঞ চিত্তে গাওয়া উচিত, জয়ের গীত।।