নেতৃত্বের উড়োচিঠি
অরুণ কারফা
একটা চাতক পাখির মত ছিলাম অপেক্ষারত,
মিষ্টি মধুর কূটনৈতিক কটু,
চালে নয় কিন্তু বিশেষ পটু, এমন বিশ্বস্ত জনের শাশ্বত বাণীর;
যা না পাওয়ায় ভাসল হাওয়ায়...
আশা জাগানো স্পন্দন ছড়ানো ভরসা দেওয়া
উড়োচিঠি খানি।
যেমন ভাবে এসেছিল তা
পেরিয়ে অনেক বিঘ্ন বাধা,
উড়তে উড়তে দেখতে দেখতে,
কেমন করে সবুজ মাঠ আর ব্যস্ততায় ভরা গমগমে হাট, ধংস হয়ে ,
হাঙরের মুখে শিকারে পড়ে বিলুপ্ত হল অজস্র সোনার খনি;
অসংখ্য জনের দাগ কেটে মনে
উড়ে চলে গেল অজানা বিজনে
সেটা তেমনই। ।