গুরুকুল
অরুণ কারফা
প্রকৃত গুরু খোঁজা
গরু খোঁজার চেয়ে কঠিন
হলেও
ভাল শিষ্য খোঁজা চাট্টিখানি কথা নয়,
কারণ, তার মধ্য দিয়েই গুরুকুল রসেবসে বেঁচে রয়।
ভালো গুরু পেলেও চাঁদ
শিষ্য জুটেছে ভাগ্যে কেমন
সূর্য বুঝতে পারে সেটা
যখন,
জ্যোৎস্নার বাঁধ ভেঙ্গে দিয়ে চাঁদ
জুড়ে দেয় ভাঙ্গা প্রেমীদের মন।