যৌথ শক্তির অভাব
অরুণ কারফা

নীল আকাশে ডানা মেলে ধরে
        ফুরফুর করে যখন সে ওড়ে
...... যখন সে পোহায় মিষ্টি রোদ,
তখন কি মেঘ একবার ভাবে
                   মাধুরী ছড়ানো তলার জগতে
                    কীভাবে সেই কনকনে শীতে
কাঁপছে অনুগামী ছায়া নির্বোধ?

বাতাস তখন চাইলে হয়ত
করলেও কিছু করতে পারত
কিন্তু,  
সাড়া দেওয়া তো দূরের কথা
মানুষের মত থাকে সুবোধ।

তখন কি তাকে দেখে হয় হিংসে,,,,
           নাকি মনে হয়
মেঘের পিঠে সটান উঠে
                   পাখির মত লাগাম ধরে
ঘুরিয়ে দিশে
শেখাই তাকে, কী করে দেওয়া যায় আশ্রিতকে
উষ্ণ আলিঙ্গন,
যদিও তা হয় না করা
             অভাবে যৌথ শক্তির বিলক্ষণ ।