ঘাতক স্বপ্নের ফাঁদে বিচরণ
অরুণ কারফা
কোনো কোনো স্বপ্ন প্রাণঘাতী হলেও
কোনোটা হয় স্তনদায়ী,
বিরহ যখন কাঁদায় তখন দর্শন দিলেও
প্রথম জন
সুখের সময় ঠিক হাজির হয় কর্তব্যপরায়ণ অপর জন ;
তাই, তাকে নিয়ে প্রসন্ন মনে বাসর সাজিয়ে একলা বিজনে
খিল তুলে দিয়ে বন্ধ ঘরে আয়েশ ভরে সময় কাটাই,
যাতে ভুলেও তখন, ঢুকতে না পারে অবাঞ্ছিত ঘাতক স্বপন।
এই ভাবে,
কাটতে কাটতে সময় যখন ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুর মতন,
পরনিন্দা পরচর্চায় সুখ নিদ্রায় বিবেক যায়...
পরের দুঃখে মনের সুখে করছি বেশ রাত্রি যাপন,,,,
কা কা করে কর্কশ ধ্বনি
ঝাঁকে ঝাঁকে দিয়ে সংকেত অশনি
বুঝিয়ে দেয় তারুণ্য হরণে আনমনে অবচেতনে
প্রগতিশীল চিন্তার দমনে
সক্রিয় আবার ঘাতক স্বপন।